কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যে ক্ষুব্ধ ভারত
|
১৪ চৈত্র ১৪৩০ |
Thursday, March 28, 2024
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধান গ্লোরিয়া বারবানা ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ক্ষেত্রে নিরপেক্ষ, স্বচ্ছ এবং দ্রুত আইনি প্রক্রিয়া চাই আমরা।’এরপর ভারত সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধান গ্লোরিয়া বারবানাকে তলব করে। বুধবার বিকেলে ৪০ মিনিটের বৈঠক করেন তার সঙ্গে। বৈঠকের পর এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন আচরণের বিরুদ্ধে হুঁশিয়ারি জানায়। তারা জানান , ‘প্রত্যেক রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার ও সার্বভৌমত্বের ওপর শ্রদ্ধাশীল থাকা উচিত। গণতন্ত্রের সঠিক চর্চার জন্য এই শ্রদ্ধাবোধ সবার দায়িত্ব। নাহলে অসুস্থ পরিবেশ তৈরি হবে।’
বিবৃতিতে বলা হয়, ভারতের আইনি প্রক্রিয়া স্বচ্ছ ও স্বাধীন বিচারব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ভারতে আর্থিক অনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইডি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেপ্তার হন তিনি। দিল্লির আবগারি নীতি সংক্রান্ত ওই মামলায় কেজরিওয়ালকে জেরা করার জন্য ৯ বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি আসেননি। এই অভিযোগে গ্রেপ্তার হতে হয় তাকে।
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন জেলে বন্দি। সেখান থেকেই পালন করছেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব। দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর জেল থেকে আজ রবিবার দিল্লির পানি ব্যবস্থান নিয়ে একটি সরকারি নির্দেশ জারি করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বৃহস্পতিবার রাতে ভারতে আর্থিক অনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইডি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেপ্তার হন তিনি। দিল্লির আবগারি নীতি সংক্রান্ত ওই মামলায় কেজরিওয়ালকে জেরা করার জন্য ৯ বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি আসেননি। এই অভিযোগে গ্রেপ্তার হতে হয় তাকে।এরপর থেকেই জল্পনা শুরু হয় তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বপালন করতে পারবেন কি না। এমন অবস্থায় আজ লিখিত নির্দেশনা পাঠিয়েছেন মন্ত্রী। দিল্লির মন্ত্রী অতশির কাছে লিখিত নোটে তিনি জানিয়েছেন, `আমি দেখতে পারছি দিল্লির বেশ কিছু এলাকায় পানি সংক দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। গ্রীষ্মের তীব্র গরমে তাদের যেন কষ্ট পেতে না হয় সেজন্য প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হোক।‘অতশি জানান, এই চিঠি পড়ে চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি। তিনি বলেন, জেলে থেকেই কেজরিওয়াল দিল্লিবাসীর কথা ভাবছেন। কারণ তিনি নিজেকে ২ কোটি দিল্লিবাসীর পরিবারের সদস্য মনে করেন।অতশি বলেন, ‘আমি বিজেপিকে বলতে চাই, আপনারা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারেন। কিন্তু দিল্লিবাসীর প্রতি তার যে দায়িত্ববোধ তা থেকে সরাতে পারবেন না। উনি জেলে থাকলেও কাজ চালিয়ে যাবেন।’